ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্য মেলা শুরু জানুয়ারির তৃতীয় সপ্তাহে

আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী চলবে এটি। নতুন বছরের প্রথম দিনে মেলা শুরু হওয়ার কথা ছিল।

তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে আগামী মাসের তৃতীয় সপ্তাহে করার পরিকল্পনা করছে সরকার। ইতোমধ্যে মেলার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ শুরু হয়েছে। গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে মতামত দিয়েছেন। নির্বাচনের কারণে সেটা পেছানো হচ্ছে। তবে জানুয়ারির ১৫ অথবা ২০ তারিখে মেলা শুরুর পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।

তিনি জানান, প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার মেলার পরিসর বাড়ানো হয়েছে। গত বছর প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। নতুন বছরে যার মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে সাধারণ স্টল ভাড়া বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। আগের বছর যা ছিল ৩ লাখ ৫০ হাজার টাকা।

পাশাপাশি সংরক্ষিত স্টল ৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ১১ লাখ টাকা ধার্য করা হয়েছে। প্রায় একই হারে স্টল-প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে।

তবে দর্শনার্থীদের প্রবেশ ফি গত বছরের মতোই রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২৫ টাকা করা হয়েছে।

এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবেন। দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠান মেলায় নিজেদের পসরা নিয়ে হাজির হবে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

বাণিজ্য মেলা শুরু জানুয়ারির তৃতীয় সপ্তাহে

আপডেট সময় ০৭:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী চলবে এটি। নতুন বছরের প্রথম দিনে মেলা শুরু হওয়ার কথা ছিল।

তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে আগামী মাসের তৃতীয় সপ্তাহে করার পরিকল্পনা করছে সরকার। ইতোমধ্যে মেলার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ শুরু হয়েছে। গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে মতামত দিয়েছেন। নির্বাচনের কারণে সেটা পেছানো হচ্ছে। তবে জানুয়ারির ১৫ অথবা ২০ তারিখে মেলা শুরুর পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।

তিনি জানান, প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার মেলার পরিসর বাড়ানো হয়েছে। গত বছর প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। নতুন বছরে যার মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে সাধারণ স্টল ভাড়া বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। আগের বছর যা ছিল ৩ লাখ ৫০ হাজার টাকা।

পাশাপাশি সংরক্ষিত স্টল ৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ১১ লাখ টাকা ধার্য করা হয়েছে। প্রায় একই হারে স্টল-প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে।

তবে দর্শনার্থীদের প্রবেশ ফি গত বছরের মতোই রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২৫ টাকা করা হয়েছে।

এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবেন। দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠান মেলায় নিজেদের পসরা নিয়ে হাজির হবে।