ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৩০০ আসনেই প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি

  • রিপোর্টারের নাম :
  • আপডেট সময় ০৮:২৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • ৯২ ভিউ হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

এ সময় তিনি বলেন, বিএনপি নেতারা তৃণমূল বিএনপিতে যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতারা।

তফসিলকে স্বাগত জানিয়ে দলের অংশ নেয়ার প্রস্তুতির কথা তুলে ধরেন বিএনপির সাবেক নেতা শমসের মবিন। তবে নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছ করা এবং ভোটে আইনশৃঙ্খলা বাহিনী যেন কোনো হস্তক্ষেপ না করে সে দাবিও জানান তিনি।

বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি থেকে কেউ আসতে চাইলে তাদের জন্য তৃণমূল বিএনপি দ্বার উন্মুক্ত।

বিএনপি সরকারের সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদা তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দলটিতে সম্প্রতি যোগ দিয়েছেন শমসের মবিন চৌধুরী। আর মহাসচিব করা হয় বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকারকে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

৩০০ আসনেই প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি

আপডেট সময় ০৮:২৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

এ সময় তিনি বলেন, বিএনপি নেতারা তৃণমূল বিএনপিতে যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতারা।

তফসিলকে স্বাগত জানিয়ে দলের অংশ নেয়ার প্রস্তুতির কথা তুলে ধরেন বিএনপির সাবেক নেতা শমসের মবিন। তবে নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছ করা এবং ভোটে আইনশৃঙ্খলা বাহিনী যেন কোনো হস্তক্ষেপ না করে সে দাবিও জানান তিনি।

বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি থেকে কেউ আসতে চাইলে তাদের জন্য তৃণমূল বিএনপি দ্বার উন্মুক্ত।

বিএনপি সরকারের সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদা তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দলটিতে সম্প্রতি যোগ দিয়েছেন শমসের মবিন চৌধুরী। আর মহাসচিব করা হয় বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকারকে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।