ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন, রাতের আঁধারে নয়’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জনগণের রায় নিয়ে গণতান্ত্রিকভাবে ছাড়া পেছনের দরজা দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে, অস্ত্র হাতে বা রাতের আঁধারে নয়।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। সেটাই আমাদের লক্ষ্য। জনগণের ক্ষমতা যেন সুরক্ষিত থাকে সেটা আমরা সংবিধানে সংযুক্ত করে দিয়েছি। গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে,’ যোগ করেন তিনি।

তিনি বলেন, যার যার ওপর যে দ্বায়িত্ব থাকবে সবাইকে তা সুষ্ঠুভাবে পালন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা। দেশবাসীকে বলবো, আপনাদের ভোটের অধিকার সুরক্ষিত ও নিশ্চিত করার জন্য, আপনাদের মনমতো সরকার গঠনের জন্যই এই নির্বাচন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব- এই স্লোগান দিয়েই আপনারা ভোট দেবেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা অগ্নিসন্ত্রাস করে মানুষ মারে, তারা ফিলিস্তিনের বিষয়ে কিছু বলছে না। বিএনপি আগুন নিয়ে খেলছে। বিএনপি জোটের এই খেলা মানুষ পছন্দ করছে না। বিএনপি নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচন জনগণের অধিকার।

শেখ হাসিনা বলেন, তফসিল হয়ে গেছে। বিএনপি এতোদিন যা যা করেছে তার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসুক। নির্বাচনের দরজা সবার জন্য উন্মুক্ত।

প্রধানমন্ত্রী বলেন, ভোটার ও আমাদের যুব সমাজকে বলবো, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছি। তার সুফল সকলে পাচ্ছেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

‘ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন, রাতের আঁধারে নয়’

আপডেট সময় ১২:৪৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জনগণের রায় নিয়ে গণতান্ত্রিকভাবে ছাড়া পেছনের দরজা দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে, অস্ত্র হাতে বা রাতের আঁধারে নয়।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। সেটাই আমাদের লক্ষ্য। জনগণের ক্ষমতা যেন সুরক্ষিত থাকে সেটা আমরা সংবিধানে সংযুক্ত করে দিয়েছি। গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে,’ যোগ করেন তিনি।

তিনি বলেন, যার যার ওপর যে দ্বায়িত্ব থাকবে সবাইকে তা সুষ্ঠুভাবে পালন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা। দেশবাসীকে বলবো, আপনাদের ভোটের অধিকার সুরক্ষিত ও নিশ্চিত করার জন্য, আপনাদের মনমতো সরকার গঠনের জন্যই এই নির্বাচন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব- এই স্লোগান দিয়েই আপনারা ভোট দেবেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা অগ্নিসন্ত্রাস করে মানুষ মারে, তারা ফিলিস্তিনের বিষয়ে কিছু বলছে না। বিএনপি আগুন নিয়ে খেলছে। বিএনপি জোটের এই খেলা মানুষ পছন্দ করছে না। বিএনপি নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচন জনগণের অধিকার।

শেখ হাসিনা বলেন, তফসিল হয়ে গেছে। বিএনপি এতোদিন যা যা করেছে তার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসুক। নির্বাচনের দরজা সবার জন্য উন্মুক্ত।

প্রধানমন্ত্রী বলেন, ভোটার ও আমাদের যুব সমাজকে বলবো, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছি। তার সুফল সকলে পাচ্ছেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা।