ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আমানতে সুদহারের নিম্নসীমা তুলে নিলো কেন্দ্রীয় ব্যাংক

আমানত সংগ্রহের ক্ষেত্রে সর্বনিম্ন সুদহারের যে নির্দেশনা ছিলো তা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো নিজেদের ইচ্ছেমতো সুদহার নির্ধারণ করে সে অনুযায়ী আমানত জমা নিতে পারবে। মঙ্গলবার এক সার্কুলারের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, ২০২১ সালের ৮ আগস্ট জারি করা সার্কুলারের মাধ্যমে আমানত সংগ্রহে সুদহারের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিলো। তখন মেয়াদি আমানতের সুদহার মূল্যস্ফীতির নিচে না রাখতে বলা হয়েছিলো।

ওই সময়ে ঋণ বিতরণের সর্বোচ্চ সুদহার ছিল ৯ শতাংশ। কিন্তু এখন আর ঋণের ক্ষেত্রে ওই সীমা নেই। এ বছরের জুলাই থেকে ঋণের বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা চালু হয়েছে। আমানতের ক্ষেত্রেও সুদহারের সর্বনিম্ন সীমার দরকার নেই। এ কারণে ২০২১ সালের ৮ আগস্টের ওই নির্দেশনা তুলে নেওয়া হলো।

প্রায় আড়াই বছর ধরে তিন মাসের মূল্যস্ফীতির গড় বের করে সর্বনিম্ন সুদহার নির্ধারণের নির্দেশনা ছিলো কেন্দ্রীয় ব্যাংকের। আমানতের বিপরীতে সুদ বা মুনাফার হার যেন মূল্যস্ফীতির চেয়ে কম না হয় সেজন্য ২০২১ সালের অগাস্টে এমন সিদ্ধান্ত হয়েছিলো।

এর আগে ২৯ নভেম্বর সুদহার বাজারভিত্তিক হওয়ায় ব্যাংকগুলোর ঋণ ও আমানতের সুদহারের মধ্যে ব্যবধানের সীমা (স্প্রেড) তুলে নিয়েছিলো কেন্দ্রীয় ব্যাংক। ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্যান্য ঋণে স্প্রেড ছিলো সর্বোচ্চ ৪ শতাংশ। এরমধ্যে ঋণের সুদহারের সর্বোচ্চ ৯ শতাংশের সীমাও তুলে নেওয়া হয়।

সুদহার বাজারভিত্তিক করতে গত জুলাই থেকে স্মার্ট (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল- স্মার্ট) পদ্ধতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। স্মার্ট সুদহারের সঙ্গে সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ সুদ যোগ করে ব্যাংকগুলো ঋণ দিতে পারবে। চলতি ডিসেম্বরের জন্য ‘স্মার্ট’ সুদহার ৭ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করায় ঋণ সুদহার হবে সর্বোচ্চ ১১ দশমিক ৪৭ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত নভেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ। আগের দুই মাসের মূল্যস্ফীতি ছিলো এর চেয়ে বেশি। এতে করে আগের সিদ্ধান্ত অনুযায়ী, তিন মাস ও এর চেয়ে বেশি মেয়াদের আমানতের সুদহার বেশি দিতে হতো ব্যাংকগুলোকে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

আমানতে সুদহারের নিম্নসীমা তুলে নিলো কেন্দ্রীয় ব্যাংক

আপডেট সময় ১২:১৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

আমানত সংগ্রহের ক্ষেত্রে সর্বনিম্ন সুদহারের যে নির্দেশনা ছিলো তা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো নিজেদের ইচ্ছেমতো সুদহার নির্ধারণ করে সে অনুযায়ী আমানত জমা নিতে পারবে। মঙ্গলবার এক সার্কুলারের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, ২০২১ সালের ৮ আগস্ট জারি করা সার্কুলারের মাধ্যমে আমানত সংগ্রহে সুদহারের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিলো। তখন মেয়াদি আমানতের সুদহার মূল্যস্ফীতির নিচে না রাখতে বলা হয়েছিলো।

ওই সময়ে ঋণ বিতরণের সর্বোচ্চ সুদহার ছিল ৯ শতাংশ। কিন্তু এখন আর ঋণের ক্ষেত্রে ওই সীমা নেই। এ বছরের জুলাই থেকে ঋণের বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা চালু হয়েছে। আমানতের ক্ষেত্রেও সুদহারের সর্বনিম্ন সীমার দরকার নেই। এ কারণে ২০২১ সালের ৮ আগস্টের ওই নির্দেশনা তুলে নেওয়া হলো।

প্রায় আড়াই বছর ধরে তিন মাসের মূল্যস্ফীতির গড় বের করে সর্বনিম্ন সুদহার নির্ধারণের নির্দেশনা ছিলো কেন্দ্রীয় ব্যাংকের। আমানতের বিপরীতে সুদ বা মুনাফার হার যেন মূল্যস্ফীতির চেয়ে কম না হয় সেজন্য ২০২১ সালের অগাস্টে এমন সিদ্ধান্ত হয়েছিলো।

এর আগে ২৯ নভেম্বর সুদহার বাজারভিত্তিক হওয়ায় ব্যাংকগুলোর ঋণ ও আমানতের সুদহারের মধ্যে ব্যবধানের সীমা (স্প্রেড) তুলে নিয়েছিলো কেন্দ্রীয় ব্যাংক। ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্যান্য ঋণে স্প্রেড ছিলো সর্বোচ্চ ৪ শতাংশ। এরমধ্যে ঋণের সুদহারের সর্বোচ্চ ৯ শতাংশের সীমাও তুলে নেওয়া হয়।

সুদহার বাজারভিত্তিক করতে গত জুলাই থেকে স্মার্ট (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল- স্মার্ট) পদ্ধতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। স্মার্ট সুদহারের সঙ্গে সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ সুদ যোগ করে ব্যাংকগুলো ঋণ দিতে পারবে। চলতি ডিসেম্বরের জন্য ‘স্মার্ট’ সুদহার ৭ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করায় ঋণ সুদহার হবে সর্বোচ্চ ১১ দশমিক ৪৭ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত নভেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ। আগের দুই মাসের মূল্যস্ফীতি ছিলো এর চেয়ে বেশি। এতে করে আগের সিদ্ধান্ত অনুযায়ী, তিন মাস ও এর চেয়ে বেশি মেয়াদের আমানতের সুদহার বেশি দিতে হতো ব্যাংকগুলোকে।