ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলিয়াছড়া পুঞ্জিতে প্রথমবারে পালিত হলো সাধু আন্তনী তীর্থোৎসব

  • এলিসন সুঙ
  • আপডেট সময় ১১:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • ২০৫ ভিউ হয়েছে

সিলেট কাথলিক খ্রীষ্টান ধর্মপ্রদেশের অধীনে হবিগঞ্জের বাহুবল উপজেলা’য় আলিয়াছড়া পুঞ্জিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন হলো সাধু আন্তনী’র তীর্থ উৎসব ।আলিয়াছড়া পুঞ্জি ক্যাথলিক সমাজ আয়োজনে ও “বাংলাদেশ খাসি কাথলিক রাংবাবালাং এসোসিয়েশন শ্রীমঙ্গল ধর্মপল্লী ইউনিট”এর সহযোগীতায় দিন ব্যাপি পালন করা হয় এই ধর্মীয় তীর্থোৎসবটি।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় খ্রীষ্টান তরুণীরা ঐতিহ্যগত পোশাক পরিধান করে সাজ সাজ রবে পরিবেশন করেন ধর্মীয় গান এবং গানের সাথে শোভাযাত্রা মধ্যদিয়ে বিশপ ও যাজকগণ প্রবেশ করেন গীর্জা ঘরের বেদীতে। তারই মধ্যদিয়ে আরম্ভ হলো তীর্থের মূল খ্রিষ্টযাগ।এই মহা খ্রিস্টযাগ অনুষ্ঠিত মধ্যদিয়ে শুরু হয় মূলপর্ব।

এ তীর্থ উৎসবে উপস্থিত থেকে খ্রিস্টযাগ উৎসর্গ করেন সিলেট কাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ,এবং খ্রিষ্টযাগে উপস্থিত থেকে সহযোগীতা করেন শ্রীমঙ্গল কাথলিক মিশনের পাল-পুরোহিত ড. ফাদার জেমস শ্যামল সিএসসি,সিলেট ধর্মপ্রদেশের ভিকার-জেনারেল ফাদার ব্রাইন চঞ্চল, শ্রীমঙ্গল কাথলিক মিশনের সহকারী যাজক ফাদার রবার্ট নকরেক সিএসসি, শায়েস্তাগঞ্জ সাব-প্যারিসের পরিচালক ফাদার কল্লোল, বিশপ হাউজ থেকে ফাদার লিংকন হাজং’সহ আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন এলাকা থেকে মিশনের ব্রাদার,সিস্টার বিভিন্ন পুঞ্জির রাংবাবালাং,চা বাগানের মাতব্বরসহ তিন শত বেশী ধর্মীয় বিশ্বাসী খ্রিস্টভক্তগণ।

শ্রীমঙ্গল কাথলিক মিশনের পালপুরোহিত ড.ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি বলেন, এখানে সাধু আন্তনী নামে তীর্থ উৎসব প্রত্যেক বছর করা হবে।এবং এ তীর্থ স্থান হবে সিলেট ধর্মপ্রদেশের সাধু আন্তনী নামে একমাত্র তীর্থ স্থান।এখানে খ্রিষ্টভক্তরা সাধু আন্তনী মধ্যস্থতায় প্রভু যীশু কাছে সমবেত হয়ে প্রার্থনা করবে, ব্যক্তিগত মানত রাখবে , উদ্দেশ্য প্রার্থনাসহ অনুতাপ প্রার্থনা(পাপস্বীকার),আরাধনা সংস্কার মানব কল্যানে প্রার্থনা করা হবে।

সিলেট কাথলিক ধর্মপ্রদেশের সুত্রে জানাজায়, চার বছর পুর্বে এ স্থানে সাধু আন্তনী নামে তীর্থ উৎসব হওয়ার কথা ছিল।কিন্তু মাঝখানে দু’টি বছর কোভিড-১৯কারণে এধর্মীয় তীর্থ উৎসব টি শুরু করতে পারিনি। এ বছর শ্রীমঙ্গল কাথলিক মিশনের যাজকদের উদ্যোগে প্রথমবার সাধু আন্তনী তীর্থোৎসব শুরু হয়েছে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

আলিয়াছড়া পুঞ্জিতে প্রথমবারে পালিত হলো সাধু আন্তনী তীর্থোৎসব

আপডেট সময় ১১:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

সিলেট কাথলিক খ্রীষ্টান ধর্মপ্রদেশের অধীনে হবিগঞ্জের বাহুবল উপজেলা’য় আলিয়াছড়া পুঞ্জিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন হলো সাধু আন্তনী’র তীর্থ উৎসব ।আলিয়াছড়া পুঞ্জি ক্যাথলিক সমাজ আয়োজনে ও “বাংলাদেশ খাসি কাথলিক রাংবাবালাং এসোসিয়েশন শ্রীমঙ্গল ধর্মপল্লী ইউনিট”এর সহযোগীতায় দিন ব্যাপি পালন করা হয় এই ধর্মীয় তীর্থোৎসবটি।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় খ্রীষ্টান তরুণীরা ঐতিহ্যগত পোশাক পরিধান করে সাজ সাজ রবে পরিবেশন করেন ধর্মীয় গান এবং গানের সাথে শোভাযাত্রা মধ্যদিয়ে বিশপ ও যাজকগণ প্রবেশ করেন গীর্জা ঘরের বেদীতে। তারই মধ্যদিয়ে আরম্ভ হলো তীর্থের মূল খ্রিষ্টযাগ।এই মহা খ্রিস্টযাগ অনুষ্ঠিত মধ্যদিয়ে শুরু হয় মূলপর্ব।

এ তীর্থ উৎসবে উপস্থিত থেকে খ্রিস্টযাগ উৎসর্গ করেন সিলেট কাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ,এবং খ্রিষ্টযাগে উপস্থিত থেকে সহযোগীতা করেন শ্রীমঙ্গল কাথলিক মিশনের পাল-পুরোহিত ড. ফাদার জেমস শ্যামল সিএসসি,সিলেট ধর্মপ্রদেশের ভিকার-জেনারেল ফাদার ব্রাইন চঞ্চল, শ্রীমঙ্গল কাথলিক মিশনের সহকারী যাজক ফাদার রবার্ট নকরেক সিএসসি, শায়েস্তাগঞ্জ সাব-প্যারিসের পরিচালক ফাদার কল্লোল, বিশপ হাউজ থেকে ফাদার লিংকন হাজং’সহ আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন এলাকা থেকে মিশনের ব্রাদার,সিস্টার বিভিন্ন পুঞ্জির রাংবাবালাং,চা বাগানের মাতব্বরসহ তিন শত বেশী ধর্মীয় বিশ্বাসী খ্রিস্টভক্তগণ।

শ্রীমঙ্গল কাথলিক মিশনের পালপুরোহিত ড.ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি বলেন, এখানে সাধু আন্তনী নামে তীর্থ উৎসব প্রত্যেক বছর করা হবে।এবং এ তীর্থ স্থান হবে সিলেট ধর্মপ্রদেশের সাধু আন্তনী নামে একমাত্র তীর্থ স্থান।এখানে খ্রিষ্টভক্তরা সাধু আন্তনী মধ্যস্থতায় প্রভু যীশু কাছে সমবেত হয়ে প্রার্থনা করবে, ব্যক্তিগত মানত রাখবে , উদ্দেশ্য প্রার্থনাসহ অনুতাপ প্রার্থনা(পাপস্বীকার),আরাধনা সংস্কার মানব কল্যানে প্রার্থনা করা হবে।

সিলেট কাথলিক ধর্মপ্রদেশের সুত্রে জানাজায়, চার বছর পুর্বে এ স্থানে সাধু আন্তনী নামে তীর্থ উৎসব হওয়ার কথা ছিল।কিন্তু মাঝখানে দু’টি বছর কোভিড-১৯কারণে এধর্মীয় তীর্থ উৎসব টি শুরু করতে পারিনি। এ বছর শ্রীমঙ্গল কাথলিক মিশনের যাজকদের উদ্যোগে প্রথমবার সাধু আন্তনী তীর্থোৎসব শুরু হয়েছে।