ঈদযাত্রায় রেলে টিকিটের চাহিদা বাড়ে বহুগুণ। প্রতিবারই বাড়ে এই চাহিদা কিন্তু বাড়ে না বরাদ্দ করা টিকিটের সংখ্যা। রোজার ঈদে বরাদ্দ ছিল সাড়ে ৩৩ হাজার। এবারও তাই। ঈদযাত্রার সময় নিয়মিত, বিশেষ ট্রেন এবং অতিরিক্ত বগি মিলিয়ে দুই লাখের কাছাকাছি দূরপাল্লার যাত্রী বহনের সক্ষমতা আছে রেলওয়ের। ফলে ঈদের সময় ভোগান্তি বাড়ে যাত্রীদের।
টিকিট প্রত্যাশীদের চাপ সামলাতে গত বছর ঈদযাত্রার সময় থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। এ পর্যন্ত চার ঈদে এভাবে বিক্রি করা হচ্ছে টিকিট। ফলে ফাঁকা থাকে রেল স্টেশনের কাউন্টার, আর চাপ বাড়ে অনলাইনে।
ঘণ্টার পর ঘণ্টা অনলাইনে অপেক্ষা করেও কাঙ্খিত টিকিট মেলে না যাত্রীদের। তাই নিরুপায় হয়ে কমলাপুর রেলস্টেশনে আসেন অনেকে।
গত রোজার ঈদে বিভিন্ন গন্তব্যে দৈনিক সাড়ে ৩৩ হাজার টিকিট বরাদ্দ দেয়া হয়। এবারেও বরাদ্দ একই। সব মিলিয়ে ঈদযাত্রায় বরাদ্দ থাকে প্রায় দুই লাখ টিকিট। যদিও টিকিটের জন্য সার্ভারে এই সময়ে দৈনিক অন্তত এক কোটি হিট হয়ে থাকে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী জানান এবার ঈদে টিকিটের চাহিদা কোটির ওপর, তবে রেলওয়ে দিতে পারবে দেড় লাখের কিছু বেশি।তবে নিয়মিত, বিশেষ ট্রেন এবং অতিরিক্ত বগি যুক্ত করে দুই লাখের কাছাকাছি যাত্রী বহনের সক্ষমতা আছে।
এবাওে গেল দোসরা জুন থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি করেছে রেলওয়ে। আর ফিরতি টিকিট বিক্রি হবে ১০ই জুন থেকে ১৪ই জুন পর্যন্ত।