ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৫

ঢাকার দোহারের দীতপুর এলাকায় ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলেন- জুলহাস, তার স্ত্রী ফাহিমা আক্তার, তাদের দুই সন্তান জান্নাত ও জুনায়েদ এবং জুলহাসের ভাতিজি তাবাসসুম।

দগ্ধদের প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ‘সন্ধ্যার দিকে দোহার থেকে দগ্ধ অবস্থায় নারী ও শিশুসহ পাঁচজন আমাদের জরুরি বিভাগে আসেন। এদের মধ্যে চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং জুলহাস নামে একজনকে ভর্তি দেওয়া হয়েছে। জুলহাসের শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে।’

দগ্ধ ফাহিম আক্তার বলেন, ‘আমরা রাতে ঘুমিয়েছিলাম। ভোররাতের দিকে কে বা কারা আমাদের ঘরের চারিদিকে ও টিনের চালে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আমাদের ঘরে আগুন লেগে যায়। আমরা বাঁচার জন্য বাচ্চাদের নিয়ে ঘরের বাথরুমে আশ্রয় নেই। বাথরুমের দেয়াল ভেঙে স্বজনরা আমাদের বের করে আনে। পরে আমাদের উদ্ধার করে প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ সন্ধ্যায় আমাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।’

ফাহিম আক্তার আরও বলেন, ‘আমার স্বামী আওয়ামী লীগের রাজনীতি করে। নির্বাচনের সময় বাসায় খিচুড়ি খাওয়ানো হয়েছিল। তবে কে বা কারা, কী কারণে আমাদের পুড়িয়ে মারতে চেয়েছিল সে বিষয়টি এখনো বলতে পারছি না। কারা আমাদের ঘরে আগুন লাগিয়েছে সেটাও বুঝতে পারছি না।’

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৫

আপডেট সময় ০৭:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

ঢাকার দোহারের দীতপুর এলাকায় ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলেন- জুলহাস, তার স্ত্রী ফাহিমা আক্তার, তাদের দুই সন্তান জান্নাত ও জুনায়েদ এবং জুলহাসের ভাতিজি তাবাসসুম।

দগ্ধদের প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ‘সন্ধ্যার দিকে দোহার থেকে দগ্ধ অবস্থায় নারী ও শিশুসহ পাঁচজন আমাদের জরুরি বিভাগে আসেন। এদের মধ্যে চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং জুলহাস নামে একজনকে ভর্তি দেওয়া হয়েছে। জুলহাসের শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে।’

দগ্ধ ফাহিম আক্তার বলেন, ‘আমরা রাতে ঘুমিয়েছিলাম। ভোররাতের দিকে কে বা কারা আমাদের ঘরের চারিদিকে ও টিনের চালে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আমাদের ঘরে আগুন লেগে যায়। আমরা বাঁচার জন্য বাচ্চাদের নিয়ে ঘরের বাথরুমে আশ্রয় নেই। বাথরুমের দেয়াল ভেঙে স্বজনরা আমাদের বের করে আনে। পরে আমাদের উদ্ধার করে প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ সন্ধ্যায় আমাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।’

ফাহিম আক্তার আরও বলেন, ‘আমার স্বামী আওয়ামী লীগের রাজনীতি করে। নির্বাচনের সময় বাসায় খিচুড়ি খাওয়ানো হয়েছিল। তবে কে বা কারা, কী কারণে আমাদের পুড়িয়ে মারতে চেয়েছিল সে বিষয়টি এখনো বলতে পারছি না। কারা আমাদের ঘরে আগুন লাগিয়েছে সেটাও বুঝতে পারছি না।’