ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় মিধিলি: দুই জেলায় শিশুসহ তিন মৃত্যু

ঘূর্ণিঝড় মিধিলি’র সময় গাছ পড়ে দুই জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে টাঙাইলে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে মারা গেছে দুই জন।

জানা গেছে, শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে বাড়িতে ফিরছিলেন সন্দ্বীপের মগধরা এলাকার আবদুল ওহাব। এসময় রাস্তার পাশে গাছের ডাল তার ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। আব্দুল ওহাব (৬৫) মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এদিকে, বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে গাছের ডাল পড়ে চার বছরের শিশু আরিয়ার মৃত্যু হয়। তার আগে দুপুরে টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল ভেঙে পড়ে আব্দুর রাজ্জাক নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৪টি বন্দরকেই ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এর আগে বেলা ১২টার পর মিধিলির অগ্রভাগ উপকূলে আঘাত করে। ঝড়ের প্রভাবে নোয়াখালীর হাতিয়াতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ৯৪ কিলোমিটার। পটুয়াখালীতে এ গিতবেগ ছিল ঘণ্টায় ৮৩ কিলোমিটার।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

ঘূর্ণিঝড় মিধিলি: দুই জেলায় শিশুসহ তিন মৃত্যু

আপডেট সময় ০৫:১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

ঘূর্ণিঝড় মিধিলি’র সময় গাছ পড়ে দুই জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে টাঙাইলে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে মারা গেছে দুই জন।

জানা গেছে, শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে বাড়িতে ফিরছিলেন সন্দ্বীপের মগধরা এলাকার আবদুল ওহাব। এসময় রাস্তার পাশে গাছের ডাল তার ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। আব্দুল ওহাব (৬৫) মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এদিকে, বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে গাছের ডাল পড়ে চার বছরের শিশু আরিয়ার মৃত্যু হয়। তার আগে দুপুরে টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল ভেঙে পড়ে আব্দুর রাজ্জাক নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৪টি বন্দরকেই ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এর আগে বেলা ১২টার পর মিধিলির অগ্রভাগ উপকূলে আঘাত করে। ঝড়ের প্রভাবে নোয়াখালীর হাতিয়াতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ৯৪ কিলোমিটার। পটুয়াখালীতে এ গিতবেগ ছিল ঘণ্টায় ৮৩ কিলোমিটার।