ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে। এরমধ্যে ময়দান বুঝে পেয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। মুসল্লিদের নিরাপত্তায় ইজতেমা এলাকায় মোতায়েন হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ হাজারের বেশি সদস্য।

শুক্রবার ফজরের নামাজের পর আনুষ্ঠানিক আম বয়ানের কথা থাকলেও বৃহস্পতিবার জোহরের পর শুরু হয় আমবয়ান। এতে আগামী এক বছর মুসল্লিরা কীভাবে ইসলাম প্রচার করবেন-তা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

বিভক্তির কারণে এ বছরও ইজতেমা হচ্ছে দুই পর্বে। তবে সাধারণ মুসল্লিরা চান একসাথেই হোক বিশ্ব ইজতেমা।

ইজতেমায় এখন পর্যন্ত মাওলানা সাদ কান্ধলভির অংশগ্রহণ নিশ্চিত হয়নি। তবে ময়দানে পৌঁছেছেন মাওলানা সাদের তিন ছেলে।

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘মাওলানা সাদ সাহেবের পক্ষে যারা কাজ করছেন তারা চেষ্টা করছেন ওনাকে আনার জন্য। আমাদের সঙ্গেও তাদের কথা চলছে। আমরাও আলোচনা করছি। সমঝোতার মধ্যে হয়ত এটা সম্ভব হতে পারে। আমরা সেই চিন্তাটাই করছি।’

এদিকে ইজতেমায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর ৬ হাজারের বেশি সদস্য। মুসল্লিদের পারাপারের জন্য সেনা সদস্যরা তুরাগ নদীতে ৯টি ভাসমান সেতু নির্মাণ করেছে।

জিএমপি পুলিশ কমিশনার মাহবুব আলম, ছয় হাজার পুলিশ সদস্য শুধু জিএমপির পক্ষ থেকে এখানে মোতায়েন করা আছে। সব ধরনের গোয়েন্দা সদস্যরা আছেন। আগের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল হুবহু সেই একই নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন আছে।

এর আগে গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় তাবলীগের মাওলানা জুবায়েরের অনুসারীদের ইজতেমা। আজ শুরু হওয়া মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

আপডেট সময় ১০:০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে। এরমধ্যে ময়দান বুঝে পেয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। মুসল্লিদের নিরাপত্তায় ইজতেমা এলাকায় মোতায়েন হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ হাজারের বেশি সদস্য।

শুক্রবার ফজরের নামাজের পর আনুষ্ঠানিক আম বয়ানের কথা থাকলেও বৃহস্পতিবার জোহরের পর শুরু হয় আমবয়ান। এতে আগামী এক বছর মুসল্লিরা কীভাবে ইসলাম প্রচার করবেন-তা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

বিভক্তির কারণে এ বছরও ইজতেমা হচ্ছে দুই পর্বে। তবে সাধারণ মুসল্লিরা চান একসাথেই হোক বিশ্ব ইজতেমা।

ইজতেমায় এখন পর্যন্ত মাওলানা সাদ কান্ধলভির অংশগ্রহণ নিশ্চিত হয়নি। তবে ময়দানে পৌঁছেছেন মাওলানা সাদের তিন ছেলে।

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘মাওলানা সাদ সাহেবের পক্ষে যারা কাজ করছেন তারা চেষ্টা করছেন ওনাকে আনার জন্য। আমাদের সঙ্গেও তাদের কথা চলছে। আমরাও আলোচনা করছি। সমঝোতার মধ্যে হয়ত এটা সম্ভব হতে পারে। আমরা সেই চিন্তাটাই করছি।’

এদিকে ইজতেমায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর ৬ হাজারের বেশি সদস্য। মুসল্লিদের পারাপারের জন্য সেনা সদস্যরা তুরাগ নদীতে ৯টি ভাসমান সেতু নির্মাণ করেছে।

জিএমপি পুলিশ কমিশনার মাহবুব আলম, ছয় হাজার পুলিশ সদস্য শুধু জিএমপির পক্ষ থেকে এখানে মোতায়েন করা আছে। সব ধরনের গোয়েন্দা সদস্যরা আছেন। আগের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল হুবহু সেই একই নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন আছে।

এর আগে গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় তাবলীগের মাওলানা জুবায়েরের অনুসারীদের ইজতেমা। আজ শুরু হওয়া মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।