ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভয়ংকর রূপে নিউমোনিয়া, তিন সপ্তাহে মৃত্যু ২০০ শিশুর

প্রবল শীতে পাকিস্তানে ভয়ংকর আকার নিয়েছে নিউমোনিয়া। গত তিন সপ্তাহে সেদেশের পাঞ্জাব প্রদেশে নিউমোনিয়ার প্রকোপে মৃত্যু হয়েছে ২০০ বেশি শিশুর। যাদের প্রত্যেকেরই বয়স পাঁচের নিচে। শুক্রবার এমনটাই জানিয়েছে পাক সরকার।

শীত বাড়তেই পাকিস্তানে বাড়বাড়ন্ত শুরু হয়েছে নিউমোনিয়ার। ভাইরাল জ্বরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই বিষয়ে পাঞ্জাবের কেয়ারটেকার সরকার জানিয়েছে, “যে শিশুরা মারা গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগকেই নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হয়নি। ওই শিশুরা অপুষ্টিতেও ভুগছিল। এছাড়া স্তন্যপানের অভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ঠিকমতো তৈরি হয়নি।”

পরিস্থিতির মোকাবিলা করতে পদক্ষেপ করতে শুরু করেছে পাঞ্জাব প্রশাসন। গোটা প্রদেশের সমস্ত স্কুলে ৩১ জানুয়ারি পর্যন্ত ভোরের সমাবেশ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে পাঞ্জাব প্রদেশে ১০ হাজার ৫২০ জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫ বছরের নিচে ২২০টি শিশুর মৃত্যু হয়েছে। পাঞ্জাবে টিকাদান প্রকল্পের ডিরেক্টর মুখতার আহমেদ জানান, “নিউমোনিয়া ভাইরাস ও ব্যাকটেরিয়া দুইয়ের প্রকোপে হয়। ভ্যাকসিন নেওয়া শিশুরা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা পেলেও ভাইরাল নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে।”

সরকারের পক্ষ থেকে শিশুদের মাস্ক, গরম জামা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাত ধোওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। চিকিৎসকদের শিশুদের নিউমোনিয়া থেকে বাঁচাতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলেছে পাক সরকার। গত বছর এই রোগে পাঞ্জাব প্রদেশে ৯০০ শিশুর মৃত্যু হয়েছিল। ফলে এবছর আক্রান্তের হারে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পাক প্রশাসন।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

ভয়ংকর রূপে নিউমোনিয়া, তিন সপ্তাহে মৃত্যু ২০০ শিশুর

আপডেট সময় ১২:৩৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

প্রবল শীতে পাকিস্তানে ভয়ংকর আকার নিয়েছে নিউমোনিয়া। গত তিন সপ্তাহে সেদেশের পাঞ্জাব প্রদেশে নিউমোনিয়ার প্রকোপে মৃত্যু হয়েছে ২০০ বেশি শিশুর। যাদের প্রত্যেকেরই বয়স পাঁচের নিচে। শুক্রবার এমনটাই জানিয়েছে পাক সরকার।

শীত বাড়তেই পাকিস্তানে বাড়বাড়ন্ত শুরু হয়েছে নিউমোনিয়ার। ভাইরাল জ্বরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই বিষয়ে পাঞ্জাবের কেয়ারটেকার সরকার জানিয়েছে, “যে শিশুরা মারা গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগকেই নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হয়নি। ওই শিশুরা অপুষ্টিতেও ভুগছিল। এছাড়া স্তন্যপানের অভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও ঠিকমতো তৈরি হয়নি।”

পরিস্থিতির মোকাবিলা করতে পদক্ষেপ করতে শুরু করেছে পাঞ্জাব প্রশাসন। গোটা প্রদেশের সমস্ত স্কুলে ৩১ জানুয়ারি পর্যন্ত ভোরের সমাবেশ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে পাঞ্জাব প্রদেশে ১০ হাজার ৫২০ জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫ বছরের নিচে ২২০টি শিশুর মৃত্যু হয়েছে। পাঞ্জাবে টিকাদান প্রকল্পের ডিরেক্টর মুখতার আহমেদ জানান, “নিউমোনিয়া ভাইরাস ও ব্যাকটেরিয়া দুইয়ের প্রকোপে হয়। ভ্যাকসিন নেওয়া শিশুরা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা পেলেও ভাইরাল নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে।”

সরকারের পক্ষ থেকে শিশুদের মাস্ক, গরম জামা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাত ধোওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। চিকিৎসকদের শিশুদের নিউমোনিয়া থেকে বাঁচাতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলেছে পাক সরকার। গত বছর এই রোগে পাঞ্জাব প্রদেশে ৯০০ শিশুর মৃত্যু হয়েছিল। ফলে এবছর আক্রান্তের হারে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পাক প্রশাসন।