ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভোটে যেতে আবারও শর্ত দিলো জাপা

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে সরব রাজনৈতিক দলগুলো। নিচ্ছে ভোটের প্রস্তুতিও। অনেক দল আওয়ামী লীগের সাথে জোট বেঁধে ভোটে অংশ নিবে।

এদিকে জাতীয় পার্টি বরাবরের মতো নির্বাচনে যাদের শর্ত জুড়ে দিয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এসময় তাঁর সঙ্গে দলীয় নেতারাও উপস্থিত ছিলেন।

রোববার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে তাঁরা বঙ্গভবনে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

ঘণ্টাখানেকের বৈঠকের পর বঙ্গভবন থেকে বের হয়ে বেলা ১টার দিকে মসিউর রহমান রাঙ্গা জানান, বিরোধীদল নির্বাচনে অংশ নেবে এবং তাঁরা প্রস্তুত বলেও জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।

রাঙ্গা জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য তফসিল কিছুটা পেছাতে আহবান জানিয়েছেন বিরোধীদলের নেতা রওশন এরশাদ।

সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজনের অনুরোধ জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে এসব নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন রাঙ্গা।

এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

ভোটে যেতে আবারও শর্ত দিলো জাপা

আপডেট সময় ১১:৩৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে সরব রাজনৈতিক দলগুলো। নিচ্ছে ভোটের প্রস্তুতিও। অনেক দল আওয়ামী লীগের সাথে জোট বেঁধে ভোটে অংশ নিবে।

এদিকে জাতীয় পার্টি বরাবরের মতো নির্বাচনে যাদের শর্ত জুড়ে দিয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এসময় তাঁর সঙ্গে দলীয় নেতারাও উপস্থিত ছিলেন।

রোববার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে তাঁরা বঙ্গভবনে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

ঘণ্টাখানেকের বৈঠকের পর বঙ্গভবন থেকে বের হয়ে বেলা ১টার দিকে মসিউর রহমান রাঙ্গা জানান, বিরোধীদল নির্বাচনে অংশ নেবে এবং তাঁরা প্রস্তুত বলেও জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।

রাঙ্গা জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য তফসিল কিছুটা পেছাতে আহবান জানিয়েছেন বিরোধীদলের নেতা রওশন এরশাদ।

সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজনের অনুরোধ জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে এসব নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন রাঙ্গা।

এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।