ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজনীতির মাঠে বিজয়, কী নাম রাখলেন দলের

জল্পনার অবসান। রাজনীতির মাঠে পা দিলেন দক্ষিণের জনপ্রিয় তারকা থলপতি বিজয়। খুলে ফেললেন নতুন দল। শুক্রবার (২ ফেব্রুয়ারি) নতুন দলের নাম রাখলেন ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’।

তামিলনাড়ুর যেকোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকে কোঝাগম নামটি। এই নামের নেপথ্যে রয়েছে দ্রাবিড়দের সংগ্রামের গল্প। নিজেদের অস্তিত্ব, সংস্কৃতি, নিজস্বতাকে বজায় রাখতে এবং এগিয়ে নিয়ে যেতেই ১৯৪৪ সালে দ্রাবিড় কোঝাগম নামে এক আন্দোলনের জন্ম হয়। যার নায়ক ছিলেন ইভি রামস্বামী। তাঁর লড়াইয়ে উৎসর্গ করেই তামিলনাড়ুতে যেকোনও দলের নামের সঙ্গেই যুক্ত হয় এই কোঝাগম শব্দটি। বিজয় থলপতিও তাঁর দলের নামে সঙ্গে জুড়ে দিলেন দ্রাবিড়দের সেই সংগ্রামের ইতিহাসকে।

দক্ষিণী তারকাদের নিজেদের রাজনৈতিক দল খোলার ঘটনা প্রথম নয়। এর আগেও এনটি রামারাও, জয়ললিতা, রজনীকান্ত, কমল হাসান, পবন কল্যাণরাও রাজনীতির ময়দানে নেমেছিলেন নিজের দল খুলে। আর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন দক্ষিণী তারকা থলপতি বিজয়। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ২০০ দলকর্মীকে নিয়ে রেজিস্ট্রেশনের জন্য বৈঠক সেরেছেন বিজয়। নায়কই হবেন এই দলের সভাপতি।

২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগেই নতুন দল খুলে চমক দিতে চলেছেন দক্ষিণী তারকা। রাজনীতির মাঠে বিজয়ের পাখির চোখ বিধানসভা নির্বাচনই। তবে ভক্তদের অনুবোধ বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেন ২০২৪ লোকসভা নির্বাচনেই লড়বে তার দল।

প্রায় ৬৮টি তামিল ছবিতে এখন পর্যন্ত অভিনয় করেছেন থলপতি বিজয়। প্রতিটি ছবিই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। খুব অল্প সময়ের মধ্যেই নিজের ফ্যানবলয় তৈরি করেছেন নায়ক। এবার সেই ফ্যানদের দিকে তাকিয়েই নির্বাচনের মাঠে বিজয়।

গত বছর ডিসেম্বরে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে হওয়া ভয়াবহ বন্যার সময় বিজয় ও তাঁর ফ্যান ক্লাব বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রান দেয়। উদ্ধার কাজও যোগ দিয়েছিলেন তাঁরা। তামিলনাড়ুর স্থানীয় নির্বাচনে বিজয়ের ফ্যান ক্লাবের শীর্ষ পদে থাকা কয়েকজন ভোট দাঁড়িয়ে সফলতা পেয়েছিলেন। তামিলনাড়ুর থুথুকুড়িতে পুলিশের গুলিতে নিহত মানুষদের পাশে দাঁড়িয়ে রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছিলেন বিজয়।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

রাজনীতির মাঠে বিজয়, কী নাম রাখলেন দলের

আপডেট সময় ০৭:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪

জল্পনার অবসান। রাজনীতির মাঠে পা দিলেন দক্ষিণের জনপ্রিয় তারকা থলপতি বিজয়। খুলে ফেললেন নতুন দল। শুক্রবার (২ ফেব্রুয়ারি) নতুন দলের নাম রাখলেন ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’।

তামিলনাড়ুর যেকোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকে কোঝাগম নামটি। এই নামের নেপথ্যে রয়েছে দ্রাবিড়দের সংগ্রামের গল্প। নিজেদের অস্তিত্ব, সংস্কৃতি, নিজস্বতাকে বজায় রাখতে এবং এগিয়ে নিয়ে যেতেই ১৯৪৪ সালে দ্রাবিড় কোঝাগম নামে এক আন্দোলনের জন্ম হয়। যার নায়ক ছিলেন ইভি রামস্বামী। তাঁর লড়াইয়ে উৎসর্গ করেই তামিলনাড়ুতে যেকোনও দলের নামের সঙ্গেই যুক্ত হয় এই কোঝাগম শব্দটি। বিজয় থলপতিও তাঁর দলের নামে সঙ্গে জুড়ে দিলেন দ্রাবিড়দের সেই সংগ্রামের ইতিহাসকে।

দক্ষিণী তারকাদের নিজেদের রাজনৈতিক দল খোলার ঘটনা প্রথম নয়। এর আগেও এনটি রামারাও, জয়ললিতা, রজনীকান্ত, কমল হাসান, পবন কল্যাণরাও রাজনীতির ময়দানে নেমেছিলেন নিজের দল খুলে। আর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন দক্ষিণী তারকা থলপতি বিজয়। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ২০০ দলকর্মীকে নিয়ে রেজিস্ট্রেশনের জন্য বৈঠক সেরেছেন বিজয়। নায়কই হবেন এই দলের সভাপতি।

২০২৬ সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগেই নতুন দল খুলে চমক দিতে চলেছেন দক্ষিণী তারকা। রাজনীতির মাঠে বিজয়ের পাখির চোখ বিধানসভা নির্বাচনই। তবে ভক্তদের অনুবোধ বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেন ২০২৪ লোকসভা নির্বাচনেই লড়বে তার দল।

প্রায় ৬৮টি তামিল ছবিতে এখন পর্যন্ত অভিনয় করেছেন থলপতি বিজয়। প্রতিটি ছবিই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। খুব অল্প সময়ের মধ্যেই নিজের ফ্যানবলয় তৈরি করেছেন নায়ক। এবার সেই ফ্যানদের দিকে তাকিয়েই নির্বাচনের মাঠে বিজয়।

গত বছর ডিসেম্বরে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে হওয়া ভয়াবহ বন্যার সময় বিজয় ও তাঁর ফ্যান ক্লাব বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রান দেয়। উদ্ধার কাজও যোগ দিয়েছিলেন তাঁরা। তামিলনাড়ুর স্থানীয় নির্বাচনে বিজয়ের ফ্যান ক্লাবের শীর্ষ পদে থাকা কয়েকজন ভোট দাঁড়িয়ে সফলতা পেয়েছিলেন। তামিলনাড়ুর থুথুকুড়িতে পুলিশের গুলিতে নিহত মানুষদের পাশে দাঁড়িয়ে রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছিলেন বিজয়।