ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিশু আয়ানের মৃত্যু: ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার দাবি

খৎনার সময় চিকিৎসা অবহেলায় শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি উঠেছে। নাহলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন সংগঠন। বুধবার (১০ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে এ দাবি জানানো হয়। এ ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার নেই।

রাজধানীর বাড্ডায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করার জন্য অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করার সাত দিন পর গত রোববার মারা যায় শিশু আয়ান আহমেদ। পরে, দুই চিকিৎসক -অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. সাঈদ সাব্বির আহমেদ ও ডাক্তার তাসনুভা মাহজাবিনসহ প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা।

এ ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন। অভিযুক্ত চিকিৎসক ও কর্মচারীদের দ্রত বিচারের দাবি জানান সংগঠনটির কর্মীরা।

সংগঠনটির সমন্বয়ক নাজমুল হাসান বলেন, ‘এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমরা দেখতে পাই স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএফডিসি হাসপাতাল কর্তৃপক্ষ সবাই তদন্তের নাম করে ফুলঝুরি ছোড়ে। যখন ভুক্তভোগীরা রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, যখন আর কোথাও যাওয়ার কোনো সুযোগ থাকে না তখন ফাইলপত্র সব গায়েব হয়ে যায়।’

পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলায় মৃত্যু হয়েছে শিশু আয়ানের। অনুমতি ছাড়া অতিরিক্ত অ্যানেস্থেশিয়া দেয়ার পাশাপাশি সময় নষ্ট করে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহত আয়ানের চাচা মো. মানিক বলেন, ‘তাঁরা ঘোষণা দিলো যে আয়ান মৃত। তখন তাঁরা তড়িঘড়ি করে ৫ লাখ ৭৭ হাজার টাকার একটি বিল ধরিয়ে দিলো যে আপনারা তারাতারি যান, যখন পারবেন তখন দেবেন। শিশু আয়ানের মৃত্যুর বিচার চাই। দুই চিকিৎসকের মৃত্যুদণ্ড চাই।’

গত ৩১ ডিসেম্বর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর টানা সাত দিন লাইফ সাপোর্টে রাখা হয় শিশু আয়ানকে। পরে রোববার মধ্যরাতে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

শিশু আয়ানের মৃত্যু: ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার দাবি

আপডেট সময় ০৫:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

খৎনার সময় চিকিৎসা অবহেলায় শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি উঠেছে। নাহলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন সংগঠন। বুধবার (১০ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে এ দাবি জানানো হয়। এ ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার নেই।

রাজধানীর বাড্ডায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করার জন্য অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করার সাত দিন পর গত রোববার মারা যায় শিশু আয়ান আহমেদ। পরে, দুই চিকিৎসক -অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. সাঈদ সাব্বির আহমেদ ও ডাক্তার তাসনুভা মাহজাবিনসহ প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা।

এ ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন। অভিযুক্ত চিকিৎসক ও কর্মচারীদের দ্রত বিচারের দাবি জানান সংগঠনটির কর্মীরা।

সংগঠনটির সমন্বয়ক নাজমুল হাসান বলেন, ‘এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমরা দেখতে পাই স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএফডিসি হাসপাতাল কর্তৃপক্ষ সবাই তদন্তের নাম করে ফুলঝুরি ছোড়ে। যখন ভুক্তভোগীরা রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, যখন আর কোথাও যাওয়ার কোনো সুযোগ থাকে না তখন ফাইলপত্র সব গায়েব হয়ে যায়।’

পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলায় মৃত্যু হয়েছে শিশু আয়ানের। অনুমতি ছাড়া অতিরিক্ত অ্যানেস্থেশিয়া দেয়ার পাশাপাশি সময় নষ্ট করে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহত আয়ানের চাচা মো. মানিক বলেন, ‘তাঁরা ঘোষণা দিলো যে আয়ান মৃত। তখন তাঁরা তড়িঘড়ি করে ৫ লাখ ৭৭ হাজার টাকার একটি বিল ধরিয়ে দিলো যে আপনারা তারাতারি যান, যখন পারবেন তখন দেবেন। শিশু আয়ানের মৃত্যুর বিচার চাই। দুই চিকিৎসকের মৃত্যুদণ্ড চাই।’

গত ৩১ ডিসেম্বর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর টানা সাত দিন লাইফ সাপোর্টে রাখা হয় শিশু আয়ানকে। পরে রোববার মধ্যরাতে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।