ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হিমাগারে মজুদ ৬ লাখ ডিম, একদিনে বিক্রির নির্দেশ

নারায়ণগঞ্জের একটি হিমাগারে মজুদ করে রাখা ছয় লাখ পিস ডিম পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।হিমাগারে ডিম মজুদ করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, সরকার ডিমের আমদানির অনুমতি দেয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করে, তবে এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ড স্টোরেজে ডিম মজুদ করা শুরু করে দিয়েছে এমন প্রমাণ পাওয়া যাচ্ছে।

শাহিন অ্যান্ড ব্রাদার্স লিমিটেড নামের কোল্ড স্টোরেজে মজুদ করে রাখা প্রায় ছয় লাখ পিস ডিম পাওয়ার পর সেগুলোকে এক দিনের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, কেউ ডিম মজুদ করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ব্যবস্থা নেবে। অসাধু ডিম ব্যবসাীয়দের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। পরে ডিম মজুদকারী দুই ব্যবসায়ীকে ডেকে এনে এক দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেন সংস্থাটির কর্মকর্তারা। নির্দেশ মানতে ব্যর্থ হলে ব্যবস্থা নেয়ার কথাও জানান উপপরিচালক বিকাশ চন্দ্র দাস।

ওই সময় একই এলাকায় আদর্শ কোল্ড স্টোরেজ ও দাপা এলাকার রহমতউল্লাহ কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। তবে সেখানে ডিমের মজুদ পাওয়া যায়নি।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

হিমাগারে মজুদ ৬ লাখ ডিম, একদিনে বিক্রির নির্দেশ

আপডেট সময় ১০:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের একটি হিমাগারে মজুদ করে রাখা ছয় লাখ পিস ডিম পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।হিমাগারে ডিম মজুদ করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, সরকার ডিমের আমদানির অনুমতি দেয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করে, তবে এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ড স্টোরেজে ডিম মজুদ করা শুরু করে দিয়েছে এমন প্রমাণ পাওয়া যাচ্ছে।

শাহিন অ্যান্ড ব্রাদার্স লিমিটেড নামের কোল্ড স্টোরেজে মজুদ করে রাখা প্রায় ছয় লাখ পিস ডিম পাওয়ার পর সেগুলোকে এক দিনের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, কেউ ডিম মজুদ করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ব্যবস্থা নেবে। অসাধু ডিম ব্যবসাীয়দের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। পরে ডিম মজুদকারী দুই ব্যবসায়ীকে ডেকে এনে এক দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেন সংস্থাটির কর্মকর্তারা। নির্দেশ মানতে ব্যর্থ হলে ব্যবস্থা নেয়ার কথাও জানান উপপরিচালক বিকাশ চন্দ্র দাস।

ওই সময় একই এলাকায় আদর্শ কোল্ড স্টোরেজ ও দাপা এলাকার রহমতউল্লাহ কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। তবে সেখানে ডিমের মজুদ পাওয়া যায়নি।