ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

২৮৫ বছরের পুরনো লেবুটি বিক্রি ১ হাজার ৭৮০ ডলারে

  • রিপোর্টারের নাম :
  • আপডেট সময় ০৩:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৯৯ ভিউ হয়েছে

ইংল্যান্ডের শ্রপশায়ারে ২৮৫ বছরের পুরনো একপি লেবু নিলামে ওঠানো হয়েছে। সংবাদমাধ্যম উইপিআইয়ের প্রতিবেদনে জানা যায়, একটি পুরানো ক্যাবিনেটের ড্রয়ারের পিছনে পাওয়া লেবুটি ২৮৫ বছর পুরনো। নিলামে এটির দাম ওঠে ১ হাজার ৭৮০ ডলার।

সম্প্রতি শ্রপশায়ারের ব্রেটেলস নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ১৯ শতকের একটি ক্যাবিনেট নিলামে তোলে। যে পরিবার এটি নিলামে তুলেছিল তারা জানায়, এটি তাদের এক মৃত আত্মীয়ের। একজন বিশেষজ্ঞ বিক্রির জন্য ক্যাবিনেটের ছবি তোলার সময় ড্রয়ারের পেছনে লেবুটি পায়।

লেবুটির ওপরে খোদাই করে লেখা ছিল, ‘মিস্টার পি লু ফ্রাঞ্চিনি ৪ নভেম্বর ১৭৩৯ তারিখে মিস ই ব্যাক্সটারকে দিয়েছেন।

এত বছর পুরনো লেবুটি পাওয়ার পর নিলাম প্রতিষ্ঠানটি লেবুটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। অবাক করার বিষয় হলো, এটির দাম ১ হাজার ৭৮০ ডলার পর্যন্ত ওঠে। নিলামে লেবুর এত দাম ওঠায় হতবাক হন সংশ্লিষ্ট কর্মকর্তারাও। এদিকে ক্যাবিনেটটি বিক্রি হয়েছে মাত্র ৪০ ডলারে।

ট্যাগ:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ রাখুন

সংবাদ প্রকাশকের তথ্য

২৮৫ বছরের পুরনো লেবুটি বিক্রি ১ হাজার ৭৮০ ডলারে

আপডেট সময় ০৩:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

ইংল্যান্ডের শ্রপশায়ারে ২৮৫ বছরের পুরনো একপি লেবু নিলামে ওঠানো হয়েছে। সংবাদমাধ্যম উইপিআইয়ের প্রতিবেদনে জানা যায়, একটি পুরানো ক্যাবিনেটের ড্রয়ারের পিছনে পাওয়া লেবুটি ২৮৫ বছর পুরনো। নিলামে এটির দাম ওঠে ১ হাজার ৭৮০ ডলার।

সম্প্রতি শ্রপশায়ারের ব্রেটেলস নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ১৯ শতকের একটি ক্যাবিনেট নিলামে তোলে। যে পরিবার এটি নিলামে তুলেছিল তারা জানায়, এটি তাদের এক মৃত আত্মীয়ের। একজন বিশেষজ্ঞ বিক্রির জন্য ক্যাবিনেটের ছবি তোলার সময় ড্রয়ারের পেছনে লেবুটি পায়।

লেবুটির ওপরে খোদাই করে লেখা ছিল, ‘মিস্টার পি লু ফ্রাঞ্চিনি ৪ নভেম্বর ১৭৩৯ তারিখে মিস ই ব্যাক্সটারকে দিয়েছেন।

এত বছর পুরনো লেবুটি পাওয়ার পর নিলাম প্রতিষ্ঠানটি লেবুটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। অবাক করার বিষয় হলো, এটির দাম ১ হাজার ৭৮০ ডলার পর্যন্ত ওঠে। নিলামে লেবুর এত দাম ওঠায় হতবাক হন সংশ্লিষ্ট কর্মকর্তারাও। এদিকে ক্যাবিনেটটি বিক্রি হয়েছে মাত্র ৪০ ডলারে।